30 C
আবহাওয়া
৩:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

বিএনএ ঢাকা: বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে শ্রেণিকক্ষসহ সর্বত্র যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্বল্প সময়ে সব শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন করার ব্যবস্থা নেয়া এবং পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দল। সে সময় এ নির্দেশ দেন রাষ্ট্রপতি।

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাসসহ কার্যকরী ব্যবস্থা নেয়ার আদেশ দিয়ে তিনি বলেন, সবকিছুর ওপরে থাকতে হবে স্বাস্থ্যবিধি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক অবহিত করেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। রাষ্ট্রপ্রধানকে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী কমপক্ষে এক ডোজ টিকা পাওয়ার পর সশরীরে শিক্ষা কার্যক্রম চালু হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্লাস কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল।

প্রতিনিধি দলে আরও ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আগামি পহেলা নভেম্বর অনুষ্ঠেয় বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন  রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান। সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Total Viewed and Shared : 140 


শিরোনাম বিএনএ