বিএনএ হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আন্দিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।তবে, হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। তিনি জানান, সোমবার দুপুরে আন্দিউড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের আন্দিউড়া এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান ওসি।
বিএনএনিউজ/আরকেসি