18 C
আবহাওয়া
১:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » জেলে পরিবারগুলোকে ১১ হাজার মেট্রিক টন চাল দেবে সরকার

জেলে পরিবারগুলোকে ১১ হাজার মেট্রিক টন চাল দেবে সরকার

জেলে

বিএনএ ঢাকা: দেশের ৩৭টি জেলার ১৫১টি উপজেলায় পাঁচ লাখ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য ১ হাজার ১১৮ দশমিক ৮৮ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার। আগামি ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন জেলে পরিবারগুলোকে এ সহায়তা দেয়া হবে।  প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় এ সহায়তা পাবেন তারা।

গত বছরের চেয়ে বেশি ২৭ হাজার ৬০২টি জেলে পরিবারকে এবার এ বরাদ্দের আওতায় আনা হয়েছে। এর আওতায় প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই এ বছর ভিজিএফ বরাদ্দ দেয়া হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী জ্ঞাপন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ভিজিএফ চাল ২৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত ও প্রকৃত জেলেদের মধ্যে এ ভিজিএফ বিতরণ নিশ্চিত করার জন্য বরাদ্দপত্রে নির্দেশনা প্রদান করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ