18 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » টেস্টে আর খেলবেন না মঈন আলী

টেস্টে আর খেলবেন না মঈন আলী

টেস্টে আর খেলবেন না মঈন আলী

বিএনএ,স্পোর্টসডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের মঈন আলী । সোমবার(২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড । লং ফরম্যাটে না খেললেও সীমিত ওভারে খেলা চালিয়ে যাবেন এই অলরাউন্ডার।

মঈন আলি বলেন, ‘এখন আমার বয়স ৩৪। আমি চাই যতদিন সম্ভব ক্রিকেট খেলতে এবং খেলাটাকে উপভোগ করতে।’

তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট দুর্দান্ত। এখানে একটা ভালোদিন পার করলে সেটা অন্য যেকোনো ফরম্যাটের ক্রিকেট থেকে বেশি উপভোগ্য হয়। আমি টেস্ট ম্যাচ উপভোগ করেছি। আমি বিশ্বের বড় বড় দলের সাথে খেলেছি। এতে আমি খুশি, বল হাতেও আমি আমার নিজের সেরাটা দিতে পেরেছি বলে মনে হয়।’

২০১৪ সালে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মঈন আলীর। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলেছেন এই ৩৪ বছর বয়সি।  ১৯৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ২৯১৪ রান করেছেন তিনি।ইংল্যান্ডের ইতিহাসের তৃতীয় সফলতম স্পিনার তিনি। পেয়েছেন টেস্ট হ্যাটট্রিকের স্বাদও।

চলতি বছরের শুরুতে লর্ডসে ভারতের বিপক্ষে শেষ টেস্টটি খেলেছেন তিনি।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ