29 C
আবহাওয়া
৫:২০ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » জার্মানির নির্বাচন, মধ্য-বামপন্থি এসপিডি’র জয়

জার্মানির নির্বাচন, মধ্য-বামপন্থি এসপিডি’র জয়

জার্মানির নির্বাচন, মধ্য-বামপন্থি এসপিডি’র জয়

বিএনএ বিশ্ব ডেস্ক: জার্মানির জাতীয় নির্বাচনে জয় পেয়েছে জার্মানির মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্রেটস (এসপিডি)। প্রকাশিত  ফলাফলে দেখা যায়, সিপিডি পেয়েছে মোট ভোটের শতকরা ২৫.৭ ভাগ। অ্যাঙ্গেলা মারকেলের ক্ষমতাসীন রক্ষণশীল ব্লক  সিডিইউ/সিএসইউ ব্লক পেয়েছে শতকরা ২৪.১ ভাগ ভোট। আর রাজনৈতিক দল দ্য গ্রিনস তাদের ইতিহাসে সবচেয়ে ভাল ফল করেছে। প্রথমবার শতকরা ১৪.৮ ভাগ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তারা। মারকেলের থেকে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে এসপিডি। এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

স্থানীয় সময় রোববার ( ২৬ সেপ্টেম্বর ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে ৪৭টি দলের ছয় হাজার ২১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ছয় হাজার। আট কোটি মানুষের এই দেশে ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি। ১৬টি অঙ্গরাজ্যে একযোগে চলে ভোটগ্রহণ।

ভোটাররা দু’টি করে ভোট দিয়েছেন। একটি ভোট সরাসরি প্রার্থী নির্বাচনের, অপরটি পছন্দের দলকে। দ্বিতীয় তালিকায় দলীয় সমর্থনের অনুপাতের ভিত্তিতে সংসদে অর্ধেক আসনে প্রার্থী স্থির করা হয়। তবে, কে চ্যান্সেলর হতে যাচ্ছেন তা এখনই নির্ধারিত হবে না। পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা চ্যান্সেলর নির্বাচিত করবেন।

এদিকে, শুরু থেকেই এই নির্বাচনকে অনিশ্চিত হিসেবে দেখা হয়েছে। কারণ, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এমন পূর্বাভাস কোথাও থেকে পাওয়া যায়নি। নির্বাচনের ফলও তাই বলছে।

তবে, নতুন একটি জোট সরকার গঠন না হওয়া পর্যন্ত বিদায় নিচ্ছেন না চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। আগামি বড়দিন পর্যন্ত এ জন্য হয়তো অপেক্ষা করে থাকতে হতে পারে। যিনি নতুন চ্যান্সেলর নির্বাচিত হবেন তার কাঁধে থাকবে আগামি চার বছরে ইউরোপের শীর্ষ অর্থনীতিকে নেতৃত্ব দেয়া, ভোটারদের এজেন্ডার মধ্যে শীর্ষে থাকা জলবায়ু পরিবর্তন ইত্যাদি।

এসপিডি নেতা ওলাফ স্কলজ বলেছেন, দেশ শাসনের জন্য পরিষ্কার ম্যান্ডেট আছে তার দলের। একটি সুস্থ, জার্মানির জন্য ভোটাররা তাকে অভিজাত একটি সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ