21 C
আবহাওয়া
৫:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বদলি গোলরক্ষক আসিফ হোসেনের নৈপুণ্যে এই জয় পেল বাংলাদেশের যুবারা।টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন ভারত।

সোমবার(২৬ আগস্ট) বিকেলে নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে দ্বিতীয় সেমি-ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে শেষ পর্যন্ত টাই-ব্রেকারে গড়ায়। এর আগে দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে অবশ্য এগিয়ে যায় বাংলাদেশ।

টাইব্রেকারে প্রথমেই ভারতের থাংলালসনের শট রুখে দেন বদলি গোলরক্ষক আসিফ। আকাশ তিরকের নেওয়া পঞ্চম শটও আটকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন এই গোলরক্ষক। অন্যদিকে চারটি শটের প্রতিটিতেই গোল এনে দেন পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ।

এর আগে ম্যাচের ৩৫তম মিনিটে আসাদুল মোল্লা ১-০ গোলে বাংলাদেশকে এগিয়ে নেন। মরিয়া হয়ে খেলে ভারতীয় দল  ৭৫তম মিনিটে সাফল্যও পেয়ে যায় দলটি।

মারুফুল হকের দল আজ নামবে ফাইনালে ওঠার লড়াইয়ে

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বল ঠেকাতে গিয়ে গগমসার গোয়ারির সঙ্গে সংঘর্ষ বাঁধে বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের। মাঠে বেশ কিছুক্ষণ সেবা-শুশ্রূষা নেওয়ার পর হাসপাতালে পাঠানো হয় তাকে। তাই অনেকটা বাধ্য হয়েই বদলি গোলরক্ষক হিসেবে নামতে হয় আসিফকে।থিতু হওয়ার আগেই গোল হজম করে বসেন তিনি। ৭৫ মিনিটে নাওবা মেইতেই পাঙ্গামবামের কাটব্যাক থেকে ভারতকে সমতায় ফেরান অধিনায়ক রিকি মিতেই হাওবাম।যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভারতীয় গোলরক্ষকের পথ আটকানোয় লাল কার্ড দেখেন বাংলাদেশের কামাকাই মারমা। ৯০ মিনিট শেষে ব্যবধান ১-১ থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। আসিফও পেয়ে যান দলকে জেতানোর আরেকটি সুযোগ।

আগামী ২৮ আগস্ট ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ