বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাদক কারবারির বসতবাড়ির খাটের নিচ থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এসময় মোহাম্মদ ইসমাঈল (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে র্যাব-১৫’র টেকনাফ ক্যাম্পে কর্মরত র্যাবের একটি আভিযানিক দল সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়ায় জনৈক নুরুল ইসলামের বসতবাড়িতে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক ইসমাঈল বাড়ির মালিক নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি অনুযায়ী তার শয়নকক্ষের খাটের নিচ থেকে বস্তাভর্তী ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী জানান, উদ্ধার ইয়াবাসহ গ্রেপ্তার যুবক ও অজ্ঞাতনামা আরও ২/৩জনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার মাদক কারবারিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে ডাকাতি: ছিনিয়ে নিতে দলের হামলায় এক ডাকাত নিহত
বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম