বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করায় ১০টি মামলায় ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে বটতলী মোহসেন আউলিয়ার মাজার সংলগ্ন রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: টেকনাফে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ
এসব অভিযানের বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে সড়ক দখল, ফুটপাতে দোকান বসিয়ে মানুষের হাঁটাচলার রাস্তা বন্ধ করে গণউপদ্রব সৃষ্টি করা, রাস্তার জলাবদ্ধতা তৈরি করাসহ নানান অপরাধে দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ১০ মামলায় ১০জনকে অর্থদণ্ড প্রধান করা হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ ড. ইউনূসকে বারাক ওবামার চিঠি
বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম