31 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন–বীর বাহাদুর

পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন–বীর বাহাদুর

পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন--বীর বাহাদুর

বান্দরবান :   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক। এ সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

 

মন্ত্রী শুক্রবার (২৭ আগস্ট) বান্দরবান সদরের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

 

এ সময় মন্ত্রী আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে স্কুল-কলেজ, মাদ্রাসা মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধবিহারসহ সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করে জনগণের ভাগ্যের চাকা সচল করেছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

 

এ সময় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত, প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএ বাংলানিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ