24 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক আর নেই

সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক আর নেই

সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক আর নেই

বিএনএ ডেস্ক : কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক (৭৬) ইন্তেকাল করেছেন।((ইন্নালিল্লাহি… রাজিউন)শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ড. মিজানুল হক অনেক দিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন। গত দুই সপ্তাহ আগে অবস্থার অবনতি হলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান।

মরদেহ রাতেই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া নামাপাড়া গ্রামে নেয়া হবে। শনিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ড. মিজানুল হক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষক ছিলেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগ থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিএনএনিউজ২৪.কম/ওজি

Loading


শিরোনাম বিএনএ