20 C
আবহাওয়া
৯:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » টস হেরে ব্যাট করছে জ্যামাইকা

টস হেরে ব্যাট করছে জ্যামাইকা

টস হেরে ব্যাট করছে জ্যামাইকা

বিএনএ,স্পোর্টসডেস্ক : ক্যারিবিয়ান লিগের তৃতীয় ম্যাচে টস হেরে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ব্যাট করছে  জ্যামাইকা তালাওয়াহস। শুক্রবার(২৭ আগস্ট) সেন্ট কিসের ওয়ার্নার পার্কে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

সেন্ট লুসিয়া কিংস একাদশ :

রাহকিম কর্নওয়াল, আন্দ্রে ফ্লেচার , ফাফ ডু প্লেসিস, রোস্টন চেজ, টিম ডেভিড, মার্ক দেয়াল, কিমো পল, ওহাব রিয়াজ, উসমান কাদির, ওবেদ ম্যাককয়, কেসরিক উইলিয়ামস ।

জ্যামাইকা তালাওয়াহস একাদশ :

কেনার লুইস, চ্যাডউইক ওয়ালটন , হায়দার আলী, রোভম্যান পাওয়েল, শামারহ ব্রুকস, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গ্রিন, মিগেল প্রিটোরিয়াস, বীরস্যামি পারমাউল, ইমরান খান ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ