25 C
আবহাওয়া
৪:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নারী এশিয়া কাপ : বাংলাদেশকে ১০ উইকেটে হারালো ভারত

নারী এশিয়া কাপ : বাংলাদেশকে ১০ উইকেটে হারালো ভারত

বাংলাদেশকে ১০ উইকেটে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক:  নারী এশিয়া কাপের(Women’s Asia Cup 2024)সেমিফাইনালে বাংলাদেশ নারী দলকে ১০ উইকেটে হারিয়েছে ভারতীয় নারী দল।ব্যাটিং ব্যর্থতায় নারী এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের।

শুক্রবার (২৬ জুলাই) শ্রীলংকার ডাম্বুলাতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রানে থেমেছে বাংলাদেশ। নিগারের ৫১ বলে ২ চারে ৩২ রানের ইনিংসটা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোর। শেষ দিকে স্পিনার স্বর্ণা আক্তার ১৮ বলে ১৯ রান করেছেন। এছাড়া বাংলাদেশের পক্ষে আর কেউই দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। প্রথম ওভারেই উইকেট হারানো বাংলাদেশ পঞ্চম উইকেট হারায় দলীয় ৩৩ রানে!

জবাবে খেলতে নেমে বাংলাদেশের ৮০ রানের টার্গেট ১১ ওভারেই পেরিয়ে গেছেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা।ওপেনার স্মৃতি মান্দানা ৩৯ বলে ৯টি চার ১টি ছয়ে একাই তুলে নেন ৫৫ রান। শেফালি ভার্মা ২৮ বলে ২ চারে ২৬ রানে অপরাজিত ছিলেন। ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করেন এই দুই ভারতীয় তারকা খেলোয়াড়।

এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে বড় ব্যবধানে হার নিয়ে মোট তৃতীয়বার নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ হারলো টাইগ্রেসরা। গত বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে এবং এ বছর ঘরের মাঠ মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।

Women’s Asia Cup 2024,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ