বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৬ হাজার ২৫০ ছাড়াল। শুক্রবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গাজা সিটি থেকে দির আল-বালাহ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলায় আশ্রয়কেন্দ্রগুলোও রেহাই পায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। শেষ করে, নেতজারিম করিডোরে অবস্থিত খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে অপেক্ষারত অবস্থায় গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন।
গাজার সরকারি তথ্য অনুযায়ী, গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোতে অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
বিএনএনিউজ/এইচ.এম।