ফেনী : ছাগলনাইয়া উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকার ভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার(২৭ জুন ২০২৪) বিকেলে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভা কক্ষে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর ফেনীর উপপরিচালক মো: সাইফুল ইসলাম চৌধুরী, সহকারী পরিচালক মো: শহীদ উল্লাহ।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার বলেন, প্রশিক্ষণকে কাজের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। ব্যবহারিক প্রয়োগ ছাড়া প্রশিক্ষণের কোন মূল্য নেই। আপনাদের এই প্রশিক্ষণ থেকে বৃহত্তর জনগোষ্ঠীকে উপকার পেতে হবে। তাহলেই সরকারি ব্যয়ে যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে তা যথাযথ কাজে লাগবে। মূলত: সব প্রশিক্ষণের উদ্দেশ্যই এটি। আর যারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষণ নিলেন তাদের দায়িত্ব আরও বেড়ে গেল।
এরআগে সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল।কোর্স পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো: আবদুল মান্নান। প্রশিক্ষক ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা,উপজেলা কৃষি অফিসার শাফকাত রিয়াদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. একেএম ফাহাদ প্রমূখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
আরও পড়ুন : মাদকমুক্ত ছাগলনাইয়া গঠনে পুলিশের সহায়তা চাইলেন মিজানুর রহমান মজুমদার
এবিএম নিজাম উদ্দিন, এসজিএন/এইচমুন্নী