31.3 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » মাদকমুক্ত ছাগলনাইয়া গঠনে পুলিশের সহায়তা চাইলেন মিজানুর রহমান মজুমদার

মাদকমুক্ত ছাগলনাইয়া গঠনে পুলিশের সহায়তা চাইলেন মিজানুর রহমান মজুমদার

ছাগলনাইয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার

বিএনএ, ছাগলনাইয়া(ফেনী) : ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার মাদকমুক্ত ছাগলনাইয়া উপজেলা গঠনে পুলিশের সহায়তা চেয়েছেন।

বৃহস্পতিবার(২৭ জুন) বিকেলে ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান পিপিএম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মাদক নির্মূলে এ সহায়তা চান। তিনি বলেন, সুন্দর, স্মার্ট ও উন্নত ছাগলনাইয়া গঠনের প্রথম ধাপ হল  মাদকমুক্ত ছাগলনাইয়া উপজেলা গঠন করতে হবে। অবৈধ মাদকের ছড়াছড়ি যেখানে থাকবে সে সমাজে এলাকায় বিশৃংখলা থাকবে। দিনি দিন বাড়তে থাকবে অপরাধ।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাসান ইমামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার আরও বলেন, ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসানকে তার সময়কালে দায়িত্ব পালনে অনেক বেশি কর্তব্যপরায়ন মনে হয়েছে। তার বিদায়ে আমরা ব্যথিত। একজন ভাল অফিসার এ জেলা থেকে অন্য জেলায় নতুন কোন দায়িত্বে যাচ্ছেন।তিনি পুলিশ সুপার জাকির হাসান পিপিএম এর কর্মময় জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

২০২১–২২সালের করোনাকালীন সময়ে পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে নিরলস পরিশ্রম ও সাহসের কথা উল্লেখ করে মিজানুর রহমান মজুমদার বলেন, জাতির প্রতিটি প্রতিকূল সময়ে, দুর্যোগকালে পুলিশ বাহিনী কঠিনভাবে দায়িত্ব পালন করেন। করোনাকালীন সময়ে তাদের ত্যাগ ও সহযোগিতা মানুষ কৃতজ্ঞার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে  ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব বদরুদ্দোজা ভূঁইয়া তারেক ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার প্রমূখসহ জেলা ও থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ব্যবহারিক প্রয়োগ ছাড়া প্রশিক্ষণের মূল্য নেই-মিজান

এবিএম নিজাম উদ্দিন, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ