14 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

পুকুরে ডুবে

বিএনএ, মিরসরাই: চট্টগ্রামে মিরসরাইয়ে পুকুরে পড়ে আরশি (২)নামে ফুটফুটে এক কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আরশি উপজেলার ৪নং ধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফরায়েজি বাড়ির টিটু ফরায়েজির ২য় কন্যা।

জনা গেছে, মিরসরাই উপজেলার জোরাগঞ্জ থানার ৪ নং ধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফরায়েজী বাড়ির রেজাউল হক টিটু ফরায়েজির ২ বছর বয়সের কন্যা শিশুটি বাড়ির সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে কন্যা শিশুকে কোথাও খুজে না ফেয়ে সবাই হন্য হয়ে খুজলে তাকে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। ফুট ফুটে কন্যা শিশুকে হারিয়ে পিতা মাতার আহাজারীতে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে।

শিশুর বাবা টিটু ফরায়েজীর মোবাইল নাম্বারে কল করা হলে চাচা সাইফ ফোন রিসিভ করে জানান, এটি একটি দূর্ঘটনা। বাড়ি আর পুকুর পাশাপাশি থাকায় সকলের অগোচরে পানিতে পড়ে যায় আরিশা। তাকে খুজে না পেয়ে ৪টার দিকে সবাই খোজাখুজি করলে পুকুরে মৃত আবস্থায় পাওয়া যায়।

বিএনএ/ আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ