বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহের বড় এনজিও সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান হারুন অর রশিদকে অবৈধ গুলি রাখার দায়ে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) শাহ জালাল বিমান বন্দর থানা পুলিশ লাইসেন্স করা অস্ত্র সাথে অবৈধ গুলি রাখার দায়ে তাকে গ্রেফতার করে।
সোমবার (২৭ জুন) দুপুরে গ্রেফতারের পর ২দিন পুলিশ রিমান্ড শেষে তাকে ঢাকা সিএমএস আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দর থানার এসআই ও এই অস্ত্র ও গুলি মামলার আইও আজাদুর রহমান।
বিমান বন্দর থানার ওসি আরিফুর রহমান বলেন, সৃজনী এনজিওর চেয়ারম্যানকে বিশেষক্ষমাতা আইনে, অস্ত্র ও গুলি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
বিএনএ/ আতিক, এমএফ