29 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - মে ২৮, ২০২৫
Bnanews24.com
Home » দুই ছেলেসহ সাবেক ডেপুটি স্পিকার টুকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুই ছেলেসহ সাবেক ডেপুটি স্পিকার টুকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা


বিএনএ, ঢাকা : সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তার দুই ছেলে এসএম আসিফ শামস ও এসএম নাসিফ শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একইসঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের অনুমতি দেওয়া হয়েছে।

দুদকের করা একটি আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

আবেদনে উল্লেখ করা হয়েছে, মো. শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।

বিভিন্ন মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে গেলে এসব মামলার অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
তাই, এই তিনজনের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা প্রয়োজন জানিয়ে এই আবেদনটি করেছে দুদক।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ