17 C
আবহাওয়া
১:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চার বছর পর টেস্টে সাকিবের ৫ উইকেট

চার বছর পর টেস্টে সাকিবের ৫ উইকেট

বিসিবির কড়া বার্তায় বেটউইনারের সঙ্গ ছাড়লেন সাকিব

বিএনএ স্পোর্টস ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্টের তৃতীয় দিন দারুণ দুই উইকেট নিয়ে ব্রেক থ্রু দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড তার পাঁচ উইকেট পাওয়ার আশা ব্যক্ত করেছিলেন। সাকিব কোচের কথা রাখলেন। প্রথম ইনিংসে তুলে নিলেন লঙ্কানদের পাঁচ উইকেট।

চার বছর পর টেস্টে ইনিংসে ফাইফারের দেখা পেলেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে পাঁচ উইকেটের আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাবিনা পার্কে সাকিব নিয়েছিলেন ছয় উইকেট। এরপর প্রায় ৪৬ মাস পরে ফাইফারের স্বাদ পেলেন তিনি।

সাবিনা পার্কের ওই ম্যাচের পরে সাকিব অবশ্য নিয়মিত টেস্ট খেলেননি। এই চার বছরে তিনি মাত্র আটটি টেস্ট খেলতে নেমেছেন। এর মধ্যে গত বছর জিম্বাবুয়ে সফরে একবার চার উইকেট নিয়েছিলেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে এটি সাকিবের ১৯তম ফাইফার। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম পাঁচের স্বাদ পেয়েছিলেন তিনি। নিয়েছিলেন ৩৬ রানে ৭ উইকেট। একই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’বার পাঁচ উইকেট নেন। এরপর ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ