20 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » একজন যাত্রী নিয়ে ছাড়ল বিমান

একজন যাত্রী নিয়ে ছাড়ল বিমান

বিমান

বিএনএ বিশ্ব ডেস্ক: নামমাত্র ভাড়ায় মুম্বাই থেকে দুবাই যাওয়ার প্লেনের টিকিট কেটেছিলেন তিনি। ১৮ হাজার টাকার টিকিটের বিনিময়ে তিনি প্লেনে উঠে দেখেন ৩৬০ সিটের বোয়িং বিমানে একাই সফর করছেন! তাও আবার এমিরেটসের বিমানে!

৪০ বছরের ভাবেশ জাভেরি স্টারজেমস গ্রুপের সিইও। তাকে বিভিন্ন সময়েই দুবাই ও মুম্বই যাতায়াত করতে হয়। কিন্তু ১৯ মে তার সফর তার জীবনের জন্য একেবারে স্মরণীয় হয়ে গেল। তিনি কাজের জন্য এমিরেটসে ফোন করে দুবাইয়ের জন্য একটি সিট বুক করেছিলেন। তার টিকিটের মূল্য ছিল ১৮ হাজার টাকা।

তবে তিনি বেশির ভাগ সময়েই বিজনেস ক্লাসে সফর করেন। কিন্তু এবার তার টিকিট ইকোনমি ক্লাসের ছিল। তিনি সাড়ে চারটের সময় ফ্লাইটে উঠে দেখেন ক্রুরা ছাড়া যাত্রী বলতে শুধুমাত্র তিনিই। পুরো বিমানে একজনই যাত্রী আর সেটা তিনি। এটা দেখে ভাবেশ উৎসাহিত হয়ে ওঠেন। বিমান সেবিকা ও ক্যাপ্টেন বিমানে তাকে করতালি দিয়ে স্বাগত জানান।

এই আড়াই ঘণ্টার জার্নিতে বিমান উড়তে বোয়িং ৭৭৭ -র মোট ৮ লক্ষ টাকার জ্বালানি লাগে। এই অবস্থায় শুধুমাত্র একজন যাত্রী নিয়ে দুবাই যাওয়ার সিদ্ধান্ত নেয় এমিরেটস। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দুবাই থেকে সিটি ক্যাপাসিটির যাত্রী নিয়ে নিয়মিত মুম্বই আসে বিমানটি । সেই কথা মাথায় রেখেই ভাবেশকে নিয়েই গোটা একটি প্লেন উড়িয়ে দুবাই গেছে এমিরেটসের ফ্লাইট। মুম্বই থেকে দুবাই যদি কোনও চ্যাটার্ড ফ্লাইট যায় তাহলে তার ভাড়া হয় ৭০ লক্ষ টাকা।

করোনাকালীন ভারতের সঙ্গে একাধিক দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। কিন্তু কিছু দেশ আছে যেখানে ভারতীয়রা যেতে পারছেন। সংযুক্ত আরব আমিরশাহি এরকমই দেশ। তবে ইউএই-র নাগরিক, ইউএই- গোল্ডেন ভিসা প্রাপ্ত মানুষ এবং ডিপ্লম্যাটিক কাজে যারা যাচ্ছেন তারাই এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে পারছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর