27 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৫
Bnanews24.com
Home » ঘুসের টাকায় ৫শ কোটি টাকার মালিক বিআরটিএ’র অফিস সহকারী জামাল

ঘুসের টাকায় ৫শ কোটি টাকার মালিক বিআরটিএ’র অফিস সহকারী জামাল


এনামুল হক নাবিদ

বিএনএ, চট্টগ্রাম: ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতাদের অর্থ যোগান দিয়ে সরকার পতনের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগ ক্যাডার বান্দারবান বিআরটিএ অফিস সহকারী জামাল উদ্দিনের বিরুদ্ধে। এর মধ্যে দেশে ও বিদেশে পলাতক আওয়ামীলীগের নেতাদের সঙ্গে গোপনে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন তিনি। ছাত্রলীগ ও যুবলীগ নেতারা মিছিল করলে তাদের টাকা দিয়ে উৎসাহ দিচ্ছেন তিনি। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে টাকার যোগান দিচ্ছেন জামাল উদ্দিন গোপন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও ঘুসের টাকায় হয়েছেন আঙ্গুল ফোলে কলা গাছ ।

অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে। বান্দারবান বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি জানিয়েছেন গ্রাহকরা। নোয়খালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসায় কেয়ারটেকার ছিলেন জামাল উদ্দিন। সেই সূত্রে একরাম চৌধুরীর স্ত্রী কবিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুন নাহার শিউলির সাথে তার গভীর সম্পর্ক হয়ে উঠে। ২০১২ সালে একরাম চৌধুরীর সহযোগিতায় ওবায়দুল কাদেরের কোটায় ছাত্রলীগ নেতা জামালের চাকুরি হয়ে যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) অফিস সহকারী পদে। এরপর তার পিছনে ফিরে তাকাতে হয়নি। যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আর্শীবাদে ৫০০ কোটি টাকার মালিক হয়েছেন ছাত্রলীগ ক্যাডার বিআরটিএ অফিস সহকারী এই জামাল উদ্দিন।

ঘুসের টাকায় ৫শ কোটি টাকার মালিক বিআরটিএ'র অফিস সহকারী জামাল

সংশ্লিষ্ট সূত্র বলছে চট্টগ্রাম বিআরটিএতে তার প্রথম পোস্টিং হয়। ২০১২ সাল থেকে টানা ২০২৪ সাল সেখানেই কর্মরত ছিলেন তিনি। আওয়ামী সরকার পতনের পর বান্দারবান বিআরটিএতে সেভ পোস্টিং করে দেন ওবায়দুল কাদেরের সাবেক পিএস ও সাবেক বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল।

জানা গেছে, অফিস সহকারী জামাল ১২ বছরের অধিক সময় চট্টগ্রাম বিআরটিএ থাকা অবস্থায় শুধু সিএনজি প্রতিস্থাপনে ৪০০শ কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছেন। এই কাজে তাকে সহযৌগিতা করেছেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদের। ইসরাতুন্নেছা কাদেরের সাথে সম্পর্ক করে দেন একরাম চেীধুরীর স্ত্রী সাবেক কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি। ৫ আগস্টের পর তার এসব গডফাদার পালিয়ে গেলেও বান্দারবান বিআরটিএ অফিসে নিরাপদে বহাল রয়েছেন তিনি।

জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে জামাল উদ্দিন বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এসব অপকর্মের সঙ্গে জড়িত নয়।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ