28 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » লালখানবাজার ইস্পাহানি সেন্টারে উদ্বোধন হচ্ছে কপার চিমনি রেস্টুরেন্টের ৪র্থ শাখা

লালখানবাজার ইস্পাহানি সেন্টারে উদ্বোধন হচ্ছে কপার চিমনি রেস্টুরেন্টের ৪র্থ শাখা


বিএনএ, চট্টগ্রাম :চট্টগ্রামের লালখান বাজারে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে  কপার চিমনি রেস্টুরেন্টের এর চতুর্থ শাখা। এ উপলক্ষে ইস্পাহানি গ্রুপের সাথে রোববার( ২৭ এপ্রিল)বিকেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ইস্পাহানি সেন্টার-এর ৬ষ্ট, ৭ম ও ৮ম তলায় বৃহৎ পরিসরে কপার চিমনি রেস্টুরেন্টের কার্যক্রম চালু করা হবে।

ইস্পাহানি গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রুপের পরিচালক আলী ইস্পাহানী এবং কপার চিমনি রেস্টুরেন্টের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কপার চিমনি রেস্টুরেন্ট লিঃ এর চেয়ারম্যান  জাকির হোসেন। এই সময় কপার চিমনির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুল করিম চৌধূরী, নির্বাহী পরিচালক মো. শহীদ উল্লাহ, পরিচালক দেলোয়ার হোসেন চৌধুরী নুপুর, কপার চিমনি আগ্রাবাদ ও জিইসি ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার  কামাল পারভেজ, চকবাজার ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার মুকুল বড়ুয়া।

ইস্পাহানী গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব এডমিন এন্ড এস্টেট কাজী নজরুল ইসলাম, ব্যবস্থাপক (কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. সোলায়মান, ব্যবস্থাপক (লিগ্যাল এন্ড এস্টেট) তানভীর জাহান চৌধূরী, ডিপুটি ম্যানেজার (রিয়েলএস্টেট সেলস)  সালাহ উদ্দিন।

চুক্তি স্বাক্ষর শেষে কপার চিমনি রেস্টুরেন্টের চতুর্থ ব্রাঞ্চের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই