35 C
আবহাওয়া
২:০৪ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পরিবর্তন হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম

পরিবর্তন হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম


বিএনএ, ঢাকা: কাজের সঙ্গে সামঞ্জস্যতা রেখে বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম। নতুন নাম প্রস্তাব করা হয়েছে ‘বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয়’, ইংরেজিতে ‘মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড মেরিটাইম অ্যাফেয়ার্স’। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম বদলের বিষয়টি চূড়ান্ত হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, মন্ত্রণালয়ের নাম হালনাগাদের জন্য আমরা একটি আলোচনা করেছি। এ আলোচনার প্রস্তাবনা আমরা কেবিনেটে পাঠাব। পরে কেবিনেট সেটা অনুমোদন দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী অনুমতি দিলে বিষয়টি চূড়ান্ত হবে।

জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এ মন্ত্রণালয়ের মন্ত্রী সে সময় এ মন্ত্রণালয়ের নাম ছিল- বন্দর, জাহাজ চলাচল ও নৌ-পরিবহন। ১৯৮৬ সালে সেই নাম বদলে নৌ-পরিবহন মন্ত্রণালয় করা হয়। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের করা রুলস অব বিজনেস অনুযায়ী এ মন্ত্রণালয়ের যে দায়িত্ব দেওয়া আছে, সেটার এক নম্বরে আছে বন্দর। এ জন্য আগে যে নামটি ছিল সেটার আদলে নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ