27 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম- ৮ আসনের উপনির্বাচন: ভোটার আনতে বোয়ালখালীতে নানা উদ্যোগ

চট্টগ্রাম- ৮ আসনের উপনির্বাচন: ভোটার আনতে বোয়ালখালীতে নানা উদ্যোগ


বিএনএ, বোয়ালখালী:চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে ১৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। এ সংসদীয় আসনের বোয়ালখালী উপজেলায় ভোটারদের কেন্দ্রে টানতে নানামুখী উদ্যােগ দেখা গেছে প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে। যদিও ভোট গ্রহণ শুরুর সাথে ভোটার উপস্থিতি কম ছিলো।

উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৮টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১৮০ ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.আতিক উল্লাহ।

তিনি জানান, এই কেন্দ্রে ২৮৫৬ জন ভোটার রয়েছেন। নৌকা, মোমবাতি ও চেয়ার প্রতীকের এজেন্ট রয়েছে।

এদিকে পশ্চিম গোমদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার টানতে নানামুখী উদ্যােগ নিয়েছেন নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা। বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য রিকশায় উঠলে ১০০টাকা করে দেওয়া হচ্ছে। দুপুরে খাওয়ানো হবে বিরানি। ভোট উৎসব উপলক্ষে এমন আয়োজনের কথা জানিয়েছেন নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা।

মোমবাতি প্রতীকের প্রার্থী স.উ.ম আবদুস সামাদ জানান, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, উপজেলার ৮টি কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

পোপাদিয়া খাজা গরীবে নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোমবাতি প্রতীকের এজেন্টকে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠে। তবে ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার এ কে এম হারুণ বলেন, নৌকা, মোমাবাতি ও চেয়ার প্রতীকের এজেন্ট কেন্দ্রে রয়েছেন। সকাল ১০টা পর্যন্ত শতাধিক ভোট কাস্ট হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনে ইভিএম মেশিনে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গত ৫ ফেব্রুয়ারি এ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এতে উপনির্বাচনে তফসিল দেয় নির্বাচন কমিশন।

এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ, মোমবাতি প্রতীকে ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী স.উ.ম আবদুস সামাদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ মাওলানা এসএম ফরিদ উদ্দিন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা ও একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ও নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও এবং বায়েজিদ বোস্তামী থানার আংশিক এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ আসন।

বিএনএ/বাবর মুনাফ,ওজি

Loading


শিরোনাম বিএনএ