20 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশাল কায়েতটুলীর একটি বাসার পাঁচতলার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ বেগম (৪২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে বংশাল কায়েত টুলী গাঙ্গুলি লেনের বাসায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন তিনি।

মৃত শাহনাজের ছেলে মশিউর রহমান বলেন, বংশাল কায়েতটুলীতে তাদের নিজেদের বাড়ি। তার বাবার নাম জুয়েল আলম। ভোরে তার মাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির ছাদে গিয়ে দেখেন তার মা নিচে পড়ে আছেন।

তিনি আরও বলেন, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন নাকি এমনিতেই পড়ে গেছেন তা বলতে পারছি না।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব ঢালি বলেন, অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই নারী। ধারণা করা হচ্ছে পরিবারের সবার অগোচরে বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ