বিএনএ, ফেনী : আগামী ৯ মে থেকে চালু হচ্ছে ফেনী সীমান্ত হাট। বুধবার (২৬ এপ্রিল) বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির যৌথসভা পূর্ব মধুগ্রাম (ফেনী)-শ্রীনগর (দক্ষিণ ত্রিপুরা) বর্ডার হাট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বন্ধু প্রতীম দুই দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নেতৃত্বে বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অভিষেক দাশ ও ভারতের পক্ষে ত্রিপুরার জেলা ম্যাজিষ্ট্রেট অসীম সাহা।
সভায় আগামী ০৯ মে থেকে পূর্বের নিয়ম-কানুন অনুযায়ী প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার বর্ডার হাট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ অংশে প্রতি সপ্তাহের সোমবার অর্থাৎ হাটের পূ্র্বের দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ছাগলনাইয়া, ফেনী তে টিকিট বিক্রি করা হবে।
নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং আগত ক্রেতা বিক্রেতাদের হয়রানি বন্ধে কঠোর নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।