21 C
আবহাওয়া
১১:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে আমিন উল্লাহ (৫৫ নামে এক জেটি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(২৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত আমিন উল্লাহ (৫৫) ফেনী জেলার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমভি ক্যাপ্রে সাইরোস নামের একটি জাহাজে কন্টেইনার পরিচালনার সময় মধ্যবয়স্ক ওই শ্রমিক প্রচণ্ড গরমে মাথা ঘুরে  জাহাজ থেকে পড়ে  গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ