বিএনএ, স্পোর্টস ডেস্ক : আঙুলে চিড় ধরায় শ্রীলঙ্কা বিপক্ষে টেস্টে খেলতে পারবেন না মিরাজ। আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় দলে নেওয়া হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে।
বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী দেন মিরাজের ছিটকে পড়ার খবর, ‘গত ২৪ এপ্রিল ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠা আঙুলের হাড় নড়ে গিয়েছিল মিরাজের, এক্স-রে করে সেখানে চিড় পাওয়া যায়। চোট সারতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। কাজেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সে খেলতে পারবে না।’
বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টটি চট্টগ্রামে শুরু হচ্ছে আগামী ১৫ মে। ২৩ মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
প্রথম টেস্টে না থাকা মিরাজ দ্বিতীয় টেস্টে ফিরতে পারবেন কিনা, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
বিএনএনিউজ/এইচ.এম।