25 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে

বিএনএ, ঢাকা : করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় গুলশানের বাসা থেকে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে একটি প্রাইভেট কার রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার  হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।

সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করানো হবে।

হাসপাতালে উপস্থিত রয়েছেন- চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সেখানে উপস্থিত আছেন।

এর আগে গত ১৪ এপ্রিল ‘সিটি স্ক্যান (চেস্ট)’ করাতে খালেদা জিয়াকে এই হাসপাতালে আনা হয়েছিল। সিটি স্ক্যানের সেই পরীক্ষার ফলাফল ‘নমিনেল’আসে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়ার পর গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা নিচ্ছেন।

করোনাভাইরাস আক্রান্তের ১৪ দিন পর গত শনিবার আবার পরীক্ষা করা হরে ফলাফল পজেটিভ আসে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ