বিএনএ ডেস্ক: কয়েকদিন ধরে দেশজুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের কোথাও বৃষ্টিপাত না হওয়ায় গরম বেড়েই চলেছে।
তাপমাত্রা তীব্র তাপপ্রবাহের গেছে। গরমে অতিষ্ঠ মানুষ আকাশের দিকে চেয়ে আছেন, কখন বৃষ্টি নামবে, কখন কমবে তাপমাত্রা।
আবহাওয়ার তথ্য বলছে, বর্তমানে চলমান তাপমাত্রা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে ঢাকার তাপমাত্রা এতটা বেড়েছিল। সে বছরের ২৪ এপ্রিল রাজধানীর তাপমাত্রা উঠেছিলো ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার(২৬ এপ্রিল) ঢাকার তাপমাত্রা উঠেছে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়েই তাপমাত্রার এ চোখ রাঙানি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান,দেশজুড়ে মৃদু থেকে মাঝারি পর্যায়ের তাপপ্রবাহ চলছে। দু’য়েক জায়গায় তীব্র তাপপ্রবাহও দেখা যাচ্ছে। দেশজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে।
তাপমাত্রা প্রায় গোটা দেশেই বেশি, তবে যেখানে বাতাসের আর্দ্রতা কম সেখানে তাপমাত্রা কিছুটা সহ্য ক্ষমতার মধ্যে রয়েছে। তবে সমুদ্র তীরবর্তী অঞ্চলে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় বেশি গরম অনুভূত হচ্ছে। যার প্রভাবে দেহে পানি শূন্যতা তৈরি হয়ে বাড়ছে পানিবাহিত রোগও।
তিনি জানান,আগামি ২৯ এপ্রিল দেশের আকাশে কিছুটা মেঘমালা তৈরি হতে পারে। সেইসঙ্গে ঝোড়ো বাতাসসহ বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে। এর প্রভাবে ৩০ তারিখ থেকে কিছুটা স্বস্তিদায়ক তাপমাত্রা আসতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
আবহাওয়ার স্বাভাবিক রীতি অনুযায়ী বৈশাখের এই সময়ে ১০ ভাগ বৃষ্টি হয়ে যাবার কথা থাকলেও হয়নি। আর বঙ্গোপসাগর থেকে যে আদ্রতার যোগান আসার কথা, তাও আসেনি তেমন।ক্রমাগত বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ কমে গেছে। আর কালবৈশাখীতেও বৃষ্টির দেখা নেই। সবমিলিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এবারের গ্রীষ্মকাল অদ্ভুত আচরণ করছে। দুদিনের মধ্যে বৃষ্টি না হলে, চলমান দাবদাহ কমা অনিশ্চিত।
বিএনএনিউজ/আরকেসি