25 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিএনএ’র সংবাদ প্রকাশের পর ববির হল ফি হ্রাস

বিএনএ’র সংবাদ প্রকাশের পর ববির হল ফি হ্রাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি) শেরে বাংলা হলে গত ১৬ মার্চ নতুন আবাসিকতার জন্য একসাথে ১৫মাসের ফি ধার্য করেছিল হল কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষার্থীরা।

এই বিষয়ে গত ২১ মার্চ বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) “ববির শেরে বাংলা হলে অতিরিক্ত ফি ধার্য” শিরোনামে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ ১৫মাসের ফি হ্রাস করে ৯মাসের ফি ধার্য করেছে।

সোমবার (২৭ মার্চ) বিকেল সাড়ে চারটায় এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদের অনুরোধের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের মৌখিক নির্দেশনায় ১৫ মাসের ছয় হাজার ৯৬টাকার পরিবর্তে নয় মাসের চার হাজার ছয়শত ৯৬টাকা জমাদানের জন্য বলা হয়েছে।

নতুন আবাসিকতার জন্য ৯মাসের ফি ধার্য করায় খুশি শিক্ষার্থীরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজিব চৌধুরী বলেন, হল কর্তৃপক্ষকে সাধুবাদ জানায় হলফি কমানোর সিদ্ধান্ত গ্রহণের জন্য।

বিএনএ/রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ