19 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা

মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা

বোয়ালখালীতে চুরি, ধরা পড়লো চোর

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের দরজা ভেঙ্গে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে শাহজাহান (২২) নামের এক চোর। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের বুদরুছ চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান সবুজ বলেন, রোববার রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আসার সময় বুদরুছ চেয়ারম্যানের বাড়ীতে ইয়াকুব রানার ঘরের দরজা ভেঙ্গে তার ছেলের মোবাইল সেট চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে চোর। এ সময় ধস্তাধস্তি করে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী চোরকে পিটিয়ে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তার কাছ থেকে স্যামসাং এ-১২ নামে একটি স্মার্টফোন পাওয়া যায়।

পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন আবু বলেন, ঘটনাটা শুনেছি। স্থানীয়রা মধ্যম চরণদ্বীপ আমিন মেম্বারের বাড়ীর শাহজাহান নামের এক চোরকে ধরে গাছের সাথে বেঁধে রাখে। পরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার পোপাদিয়া গ্রামে তিন বাড়ি থেকে ৯টি মোবাইলসহ স্বর্ণালংকার চুরি হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ