21 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পুরুষসঙ্গী ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন নারীরা

পুরুষসঙ্গী ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন নারীরা

ওমরাহ

বিএনএ বিশ্ব ডেস্ক: এখন থেকে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ করতে পারবেন নারীরা। তবে এর জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব সরকার। আবেদনকারীকে অবশ্যই ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে, অংশ নিতে হবে কোনো দলের সঙ্গে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত করছে গালফ নিউজ।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্তে ওমরাহ বা হজযাত্রার জন্য আবেদন করা নারীদের অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে, অবশ্যই রোগমুক্ত হতে হবে তাদের। সৌদি নাগরিকদের পাশাপাশি সে দেশে বাসরত বিদেশিরা, যারা গত পাঁচ বছরে হজ করেননি, তারা এ বছর হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

হজ মন্ত্রাণালয় ২০২১ সালে সব বয়সের নারীদের জন্য মাহরাম (ইসলামি শরিয়াহ অনুযায়ী যাদের সঙ্গে বিবাহ সম্পর্ক জায়েজ না) ছাড়া হজ পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। সেখানে শর্ত ছিল, আবেদনকারীদের অবশ্যই কোনো দলের অংশ হতে হবে।

এই পদক্ষেপকে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সমাজ সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে। যুবরাজ সালমান তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছেন। তাই সামাজিক নানা বিধিনিষেধ প্রত্যাহার করে নারীর ক্ষমতায়ন বাড়াতে উদ্যোগ নিচ্ছেন।

সিংহাসনের উত্তরসূরি মনোনীত হওয়ার পর নারীদের গাড়ি চালানোর অনুমতি, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, পুরুষ অভিভাবক ছাড়া সৌদি নারীদের বিদেশ ভ্রমণে অনুমতি দেন তিনি। সর্বশেষ ট্রেনচালকের চাকরির সুযোগ করে দেন আধুনিক চিন্তার এই যুবরাজ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ