বিএনএ ডেস্ক:অমর একুশে গ্রন্থমেলার দশম দিনে (২৭ মার্চ, শনিবার) নতুন বই এসেছে ১৭৫টি।
বাংলা একাডেমি থেকে জানা গেছে, আজ সকাল ১১টায় বইমেলা শুরু হয়। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বাংলাদেশের সংবিধানের মূল নীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জালাল ফিরোজ। আলোচনায় অংশ নেন সাব্বির আহমেদ। সভাপতিত্ব করেন মো. মইনুল কবির।
প্রাবন্ধিক ড. জালাল ফিরোজ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও অভিজ্ঞতা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশের মানুষের চেতনাজগতে যে পরিবর্তন ঘটে তা প্রতিফলিত হয় সংবিধানের মূল নীতিতে। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর তার আদর্শের মর্মমূলে আঘাত করার জন্য সংবিধানের মূল নীতিতে প্রথম আঘাত করা হয়। কিন্তু দেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তি, বুদ্ধিজীবী সমাজ এবং অগ্রসর সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনগুলো এর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। ফলে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের মূল নীতিগুলো সংবিধানে ফিরিয়ে আনা হয়।’
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন সাইম রানা, আহমাদ মোস্তফা কামাল এবং সাইফুল ভূঁইয়া।