25 C
আবহাওয়া
১:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

সড়ক দুর্ঘটনা নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরার ওয়াপদা রোড এলাকায় রমজান পরিবহন বাসের চাপায়  আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয় এবং চালককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি খিলগাঁও তালতলা মাটির মসজিদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অ্যাকাউন্ট অফিসার। তার বাড়ি পিরোজপুর জেলার সদর থানার কুমিরমারা গ্রামে।

হাসপাতালে নিয়ে আসা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা আক্তার জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রমজান পরিবহন ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আলম তালুকদার বলেন, আমার ছোট ভাই ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহকারী অ্যাকাউন্ট অফিসার হিসেবে চাকরি করেন। খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই আর বেঁচে নেই। জানতে পারলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

তিনি আরও জানান, এক বছর আগে আমার ভাই বিয়ে করেছে। এখনো তার স্ত্রীকে তুলে আনা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাস্থলে নিহত হন আলী হোসেন তালুকদার। এতে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। রমজান পরিবহনের চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ