বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইউনুস (৬২) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রোববার রাতে বসিলা ব্রিজ এলাকার পাশে একটি বহুতল ভবনের নিচতলায় একটি প্রাইভেটকার পার্কিংয়ে রাখার জন্য অপেক্ষায় ছিল। সে সময় বাসার নিরাপত্তাকর্মী ইউনুস লোহার গেটটি খোলার সময় অপেক্ষায় থাকা প্রাইভেটকারটি হঠাৎ গেটে এসে ধাক্কা দেয়। এতে লোহার গেট ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই আলামিন জানান, ইউনুসের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। তিনি চার সন্তানের বাবা। চার মাস আগে ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেন তিনি।
তিনি আরও জানান, শুনেছি এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর গাড়ি চালাচ্ছিলেন চালক টুটুল। রোববার রাতে সেই ভবনের নিচতলায় পার্কিংয়ে গাড়ি রাখার জন্য ঢোকার সময় চাকা লাগানো লোহার গেটকে ধাক্কা দেয় ওই প্রাইভেটকার। এতে গাড়িসহ লোহার গেটটি ভেঙে তার ওপর পড়ে।
বিএনএ/ আজিজুল, ওজি