বিএনএ, চট্টগ্রাম: ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী ব্যবসায়ী মানিক আজম সজলের মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার( ২৭ ফেব্রুয়ারি) সকালে জানাযার নামাজ শেষে ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সজল মোহসেন আলী হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনে ১৮ বছর ধরে ব্যবসা করতেন এবং সেখানে বাংলাদেশি কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনের বুসাবিলু এলাকায় দুজন সন্ত্রাসী গুলি করে তাকে হত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সজলের মা কহিনুর বেগম বলেন, ‘দোকান কর্মচারীর সঙ্গে সজলের দ্বন্দ্ব ছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেন কমিউনিটির লোকজন। ওই কর্মচারীকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হলে ১০ হাজার কম দিয়ে বাকি টাকা দিয়েছিল সজল।’
তিনি বলেন, ‘দ্বন্দ্বের কারণে সজলকে সন্ত্রাসী দিয়ে হত্যা করিয়েছে তার দোকান কর্মচারী। তিনি ছেলে হত্যায় জড়িতদের শাস্তি দাবি করেন।’
বিএনএ/ ওজি