26 C
আবহাওয়া
৯:১৪ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে বর্তমান সরকার: তথ্যমন্ত্রী

নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে বর্তমান সরকার: তথ্যমন্ত্রী

বাংলাদেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে: তথ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: উন্নত গণতান্ত্রিক দেশের চেয়েও ভাল প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে বর্তমান সরকার। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তথ্যমন্ত্রীর ভারত সফর নিয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ডা. জাফরুল্লাহ সাহেবের নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। সর্বমহলের কাছে গ্রহনযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি সন্ত্রাসী কার্যক্রম করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা নির্বাচন চায় না। খালেদা জিয়া আর তারেক জিয়াকে রক্ষা করা ছাড়া তাদের আর কোন রাজনীতি নাই।

তারেক জিয়া ও খালেদা জিয়া ভোট করতে পারবেন না। তাই বিএনপি নির্বাচন কমিশন চায় না বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ