ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাতের উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) নেতৃবৃন্দ।
শনিবার(২৭ জানুয়ারি) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর একদল প্রতিনিধি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি’র সাথে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পূনরায় প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিনিয়োগ উপদেষ্টাকে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে অবহিত করেন এবং এর উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। বিনিয়োগ উপদেষ্টা ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং বাজার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
প্রতিনিধিদলের মধ্যে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন।
বিএনএ,এসজিএন/এইচমুন্নী