বিএনএ, ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ খালেদ জানান, খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে পাম গাছের নীচ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। শীতের অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/ হাসনা