21 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বগুড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

বগুড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু


বিএনএ, বগুড়া : শীত থেকে রেহাই পেতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বগুড়ার শেরপুরে এক মায়ের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে মেয়ে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত নার্গিস আক্তার (৪০)হলেন ওই গ্রামের মিনহাজের স্ত্রী। বগুড়ার শজিমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মাসুদ রানা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় আমার বোন বাড়ির আঙ্গিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিল। এসময় অসাবধানতাবশত তার শরীরে আগুন ধরে যায়। টের পেয়ে তার মেয়ে মিতু আক্তার (১৮) তাকে বাঁচাতে আসলে সেও আগুনে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাতে বগুড়ায় হাসপাতালে আমার বোনের মৃত্যু হয়। ভাগনি মিতু এখনো চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, নিহত নার্গিস আক্তারের শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আগুনে দগ্ধ হওয়ার পর এক নারীর মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ