28 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » সংসদে পাস হয়েছে ইসি গঠন বিল

সংসদে পাস হয়েছে ইসি গঠন বিল

সংসদে পাস হয়েছে ইসি গঠন বিল

বিএনএ, ডেস্ক : বহুল আলোচিত নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল পাস হয়েছে জাতীয় সংসদে । আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

সার্চ কমিটিতে রাষ্ট্রপতির মনোনীত দুই বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন নারী রাখার বিধান যুক্ত করা হয়েছে। পরে আইনমন্ত্রী বিরোধীদের কয়েকটি ছোটখাটো সংশোধনি গ্রহণ করে বিলটি পাস করার জন্য সংসদে তোলেন এবং ধ্বনি ভোটে সংসদে বিলটি পাস হয়। বিলে সার্চ কমিটি কর্তৃক বিগত দুটি ইসি গঠনেও বৈধতা দেয়া হয়েছে।

সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদে উত্থাপিত এ বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ