22 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চসিক নির্বাচন : এগিয়ে আ’লীগ প্রার্থী

চসিক নির্বাচন : এগিয়ে আ’লীগ প্রার্থী

চসিক নির্বাচন - এগিয়ে আ’লীগ প্রার্থী

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। কেন্দ্রগুলোতে তিনি বিএনপির প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন।

নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের ফল ঘোষণা করছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

৭৩৫টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩০১ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীকের রেজাউল করিম চৌধুরী ১ লাখ ১৩ হাজার ৬৭৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকের ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৭ হাজার ২০৬ ভোট।

এর আগে বুধবার (২৭ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিকেল চারটা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। সব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হয়েছে।

ভোট শুরুর দুই ঘণ্টা পর নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আলাউদ্দিন নামে এক শ্রমিক।

নগরীর লালখান বাজারেও আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

পাথরঘাটায় ৪টি ইভিএম ও পুলিশের একটি ভ্যান ভাঙচুর করেছে কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। এতে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ