24 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » শাহজালালে স্বর্ণালঙ্কার, আইফোন, ল্যাপটপসহ যুবক আটক

শাহজালালে স্বর্ণালঙ্কার, আইফোন, ল্যাপটপসহ যুবক আটক

শাহজালালে স্বর্ণালঙ্কার, আইফোন, ল্যাপটপসহ যুবক আটক

বিএনএ, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণালঙ্কার, আইফোন ও ল্যাপটপসহ আশিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ (এএপি)। বুধবার (২৭ জানুয়ারি) বিমানবন্দরের ৩২ নম্বর আগমনী টার্মিনালের আউট গেটের পার্কিংয়ের পশ্চিম পাশের কাটবাদাম গাছের নিচ থেকে তাকে আটক করা হয়।

এএপি জানায়, গতিবিধি সন্দেহজনক হওয়ায় আশিকুলকের জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নেয়া হয়। সেখানে তিনি সন্দেহজনক কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে তল্লাশি করে আশিকুলের কাধে থাকা একটি কালো রংঙের ব্যাগ থেকে ২৮ লাখ টাকা মূল্যের চারটি গোল্ডবার উদ্ধার করা হয়। এছাড়া ২১ লাখ টাকা মূল্যের ৩০৫ গ্রাম ওজনের ২৪টি চুরি, এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ১টি আইফোন, ১ লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ, একটি অ্যন্ড্রয়েড এবং একটি বাটন ফোনসেট উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। পণ্যগুলোর কোনও বৈধ কাগজ পত্র দেখাতে পারেননি আটক আশিকুল। উদ্ধার স্বার্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল ফোন বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়েছে।

এএপির অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, আশিকুল স্বর্ণ, ল্যাপটপ, মোবাইল ফোন চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন থেকে তিনি চোরাচালানে জড়িত। উদ্ধার করা মালমাল বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনেন।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ