16 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানী থেকে ছিনতাইকারী চক্রের ২৪ জন গ্রেফতার

রাজধানী থেকে ছিনতাইকারী চক্রের ২৪ জন গ্রেফতার

রাজধানী থেকে ছিনতাইকারী চক্রের ২৪ জন গ্রেফতার

বিএনএ,ঢাকা:রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ(ডিএমপি)।এর মধ্যে মলম পার্টির সদস্যও আছে।গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মালা নামের ডাকাত দলের এক নারী সর্দারও রয়েছে।জাতীয় প্রেসক্লাবের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির নিহত হওয়ার সঙ্গেও জড়িত মালা।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির যুগ্ম কমিশনার মাহবুবুল আলম।

সে সময় তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালা জানায়, সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ডাকাত দলের পৃষ্ঠপোষকতা করে আসছে।ডাকাত দলের কেউ বিপদে পড়লে কিংবা গ্রেফতার হলে জামিনের সব ব্যবস্থা করে তারা।এজন্য লুন্ঠিত মালামালের বড় একটি অংশের ভাগ নেয় স্বামী-স্ত্রী। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া ৩০টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিএমপি’র যুগ্ম কমিশনার মাহবুবুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,জিজ্ঞাসাবাদে কিছু এলাকাভিত্তিক ক্ষমতাধর লোকের নাম উঠে এসেছে। তাদেরকে গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।সম্প্রতি অপরাধ বেড়েছে, তাই বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে। ডিবি ও বিট পুলিশিং জোরদার করা হবে বলেও জানান মাহবুবুল আলম।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ