24 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » সিলেবাস কমানোর দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

সিলেবাস কমানোর দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

সিলেবাস কমানোর দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) : এসএসসি ২০২১ পরীক্ষার সিলেবাস আরো কমানোর দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি পালনসহ সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, অষ্টবাড়ী উচ্চ বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের এসএসসি পরীক্ষার্থীদের যৌথ উদ্যোগে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে পৌরশহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে চোখে কালো কাপড় বেঁধে স্থানীয় নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সোহানুর রহমান সোহান, সামিউল ইসলাম, ফুয়াদ বিন আজিজ, মাসুদ রানা, লিখন, মাছুম হোসেন, রহিম, ছাদিক, শাওন, শিফাত প্রমুখ।

পরে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় সড়কের দুইপ্রান্তে দুই শতাধিক ছোটবড় যানবাহন আটকা পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম ও পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়ার পরামর্শ দিলে পরীক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ