24 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দিনাজপুরে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল  আরোহী নিহত

দিনাজপুরে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল  আরোহী নিহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিএনএ,দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাপায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের জুলি মুদিখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে  লাজু ইসলাম (২৭), শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩২) ও মোজাম হোসেনের ছেলে আনোয়ার (৩১)।

বিরল ফায়ার সার্ভিস স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আজাহারুল ইসলাম জানান, বোচাগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ( ঢাকা মেট্রো- ১৮-৭৯০২ নং) ট্রাকের সঙ্গে মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ  হয়।  এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল   তিন আরোহী নিহত হয়। ঘটনার পর পরেই স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে  প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

বিরল থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়েছে। সেইসঙ্গে নিজ নিজ পরিবারের কাছে মরদেহ  তিনটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এস. শাহী, আরকেসি

Loading


শিরোনাম বিএনএ