20 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » শনিবার বাংলা একাডেমির বার্ষিক সভা, সাম্মানিক ফেলোশিপ

শনিবার বাংলা একাডেমির বার্ষিক সভা, সাম্মানিক ফেলোশিপ

বাংলা একাডেমির বার্ষিক সভায় সাম্মানিক ফেলোশিপ

বিএনএ.ঢাকা: শনিবার বাংলা একাডেমির বার্ষিক সভায় সাম্মানিক ফেলোশিপ এবং একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।বিদায়ী ২০২৪ সালে বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ এবং বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে এবং আগামী শনিবার সাম্মানিক ফেলোশিপ এবং একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)আগামী বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভা শনিবার সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয়সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু হবে।একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং একাডেমির সচিব ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করবেন।

এ বছর বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ ও ছয় পুরস্কার পাচ্ছেন যারা –

১/ মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ)২/ রিচার্ড এম ইটন (ইতিহাস)৩/ অধ্যাপক ডা. সায়েবা আখতার (চিকিৎসা বিজ্ঞান)৪/ ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান)৫/ সুগত চাকমা (ভাষা গবেষণা)৬/ শহিদুল আলম (শিল্পকলা) ও৭/ শম্ভু আচার্য (শিল্পকলা)।

বাংলা একাডেমি পরিচালিত সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ।

‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক আবু সালেহ। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন নাট্যজন নায়লা আজাদ এবং আবু রুশদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। এই পুরস্কারগুলোর অর্থমূল্য ১ লাখ টাকা।

এছাড়া সামগ্রিক অবদানের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। এই পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।

অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

বিএনএনিউজ/ আরএস

 

 

 

Loading


শিরোনাম বিএনএ