25 C
আবহাওয়া
২:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ‘সেই পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা

‘সেই পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা:  জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে রক্ষার চেষ্টা করেছেন এমন অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “এ ধরনের কাজ কখনোই প্রশ্রয় পাবে না। যিনি এই কাজ করেছেন, তাঁকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি এখন ছুটিতে আছেন, তবে দীর্ঘদিন ছুটিতে থাকতে পারবেন না।”

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে বড়দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।

ঘটনা পটভূমি

গত ১৬ জুলাই, নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষে ছাত্রলীগ কর্মী সবুজ আলী ও এক হকার মো. শাহজাহান নিহত হন। এরপর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দুই হত্যার ঘটনায় আনিসুল হক, সালমান এফ রহমান এবং জিয়াউল আহসানসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি রমনার পরিদর্শক জাহাঙ্গীর আরিফ সঠিক পদ্ধতি অনুসরণ না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার চেষ্টা করেন। ওই প্রতিবেদনে তিনি সাক্ষ্য-প্রমাণের অভাবে আনিসুল হক, সালমান এবং জিয়াউল আহসানকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেন।

তবে, বিষয়টি আদালতে উপস্থাপনের আগেই ধরা পড়ে, ফলে মামলার তদন্ত পুনরায় শুরু হয়। এরপর থেকে অভিযুক্ত তদন্ত কর্মকর্তা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে চলে যান।

সরকারের প্রতিশ্রুতি

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এভাবে (চূড়ান্ত প্রতিবেদন) দাখিল করার কোনো নিয়ম নেই। তিনি তদন্তের সঠিক প্রক্রিয়া অনুসরণ করেননি। এ ধরনের কার্যকলাপ আমরা কখনোই বরদাস্ত করব না।”

চাঁদপুরের হত্যাকাণ্ড প্রসঙ্গ

সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদপুরে একটি জাহাজে সাতজনের হত্যাকাণ্ড নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতদের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। আহত একজনের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। তিনি আশ্বাস দেন, এই ঘটনার সঠিক বিচার করা হবে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ