বিএনএ, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আবারো জিপগাড়ি (চাঁদের গাড়ি) খাদে পড়ে ৪ জন পর্যটন মারাত্মকভাবে আহত হয়েছেন। বেপরোয়া গতি ও অদক্ষ চালকের কারণে বারবার এমন দুর্ঘটনা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। সোমবার (২৬ ডিসেম্বর) সাজেকের হাউজ পাড়া এলাকায়।দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাতে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, সাজেকমুখী একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন পর্যটক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের বাড়ি ঢাকা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতি, ফিটনেস বিহীন, গাড়ি ও অদক্ষ চালকদের নিয়ন্ত্রণ করা গেলে দুর্ঘটনা কমবে। সড়ক সংস্কারের পাশাপাশি আগের মতো এসবের বিরুদ্ধে অভিযান জরুরি। তবে বাৎসরিক ছুটি হিসেবে সাজেকে এবার যানবাহনের চাপ বেশি বলে জানান তারা।
উল্লেখ, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) সাজেকে জিপগাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এর আগের দিন (বৃহস্পতিবার) চারজন পর্যটক মারাত্মকভাবে আহত হন।
বিএনএ/ছোটন, এমএফ